October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 10:54 pm

উত্তরপ্রদেশের বেরেলিতে বিক্ষোভে গ্রেপ্তার ৩৯, ইন্টারনেট বন্ধ

 

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেরেলিতে সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতার জেরে ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে।

পুলিশ ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে ও ধরপাকড় করছে। এরই মধ্যে এক ধর্মীয় নেতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস- এর।

গণমাধ্যমটি জানায়, উত্তেজনা যাতে আর না ছড়ায়, সে জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার জুমার নামাজের পর বেরেলিতে সংঘাত ছড়িয়ে পড়ে।

দেশটির ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মিছিলে হামলা হলে উত্তেজনা বাড়ে। এরই মধ্যে বিজেপি নেতা যোগী আদিত্যনাথের রাজ্যের আরও কয়েকটি এলাকায়ও উত্তেজনা ছড়িয়েছে। এসব এলাকার মধ্যে আছে– বারাবাঙ্কি, মাউ ও মুজাফফরনগর।

ভারতের গণমাধ্যমটির তথ্য মতে, সাম্প্রতিক সহিংসতায় দুপক্ষের দুই হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জনকে। গ্রেপ্তারদের অধিকাংশই দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের।

লাদাখে জেন-জির বিজেপিবিরোধী বিক্ষোভ ও বিখ্যাত ব্যক্তিত্ব সোনম ওয়াংচুককে গ্রেপ্তার, মণিপুরে সহিংসতা ও যুক্তরাষ্ট্রের শুল্কে যখন ভারতের অর্থনীতি ধুঁকছে, তখন দেশটিতে এ সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা শুরু হলো।

দ্য ইকোনমিক টাইমস বলছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা থেকে এ ইন্টারনেট সেবা বন্ধ শুরু হয়েছে। এর আগে সহিংসতার জেরে লাদাখে ইন্টারনেট বন্ধ করা হয়।

এনএনবাংলা/