রাজধানীর উত্তরায় একটি ইজিবাইক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটে বাউনিয়া বটতলার একটি টিনশেড কারখানায় আগুন লাগে।
তিনি আরও জানান, খবর পেয়ে দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং তারা আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাহান বলেন, আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
পাইকগাছা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
বিএনপির আগামী পথচলা হবে জনগণের সাথে ব্যারিষ্টার মোঃ কামাল উদ্দিন
কুড়িগ্রামে ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে পল্লী বিদ্যুৎ কর্মীরা