November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 18th, 2025, 7:21 pm

উত্তরা ইপিজেডে সনিক বিডি লিমিটেডের কর্মী ছাটাই ও দুর্নীতির প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

‎নীলফামারী প্রতিনিধি:

‎আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মী ছাটাই ও বিভিন্ন ধরনের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তরা ইপিজেডের সনিক বিডি লিমিটেডের শত শত শ্রমিক।

‎মানববন্ধনে অংশ নেওয়া সনিকের ছাটাইকৃত শ্রমিক নেতা মহায়মেনুল ইসলাম মহায়মেন অভিযোগ করে বলেন,

‎“আমাকে অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। আমি প্রতিষ্ঠানের নিয়মনীতি মেনে চাকরি করছিলাম। কোম্পানির কিছু বাঙালি অফিসার আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং যখন তখন নিয়মকানুন না মেনেই শ্রমিক ছাটাই করেন।”

‎মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সনিক কোম্পানির লিডার জয়দেব রায় বলেন,

‎“৩–৪ মাস আগে কোম্পানির পুরোনো মেশিন ব্যবহারের কারণে দুই শ্রমিক মারা গিয়েছিলেন। এছাড়া কারখানার ডায়াস্টিক মেশিনে বিস্ফোরণে আরও দুই শ্রমিক দগ্ধ হয়েছিলেন।”

‎এ বিষয়ে উত্তরা ইপিজেড (বেপজা) ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জব্বার জানান, সনিক বিডি লিমিটেডে বর্তমানে চার হাজার শ্রমিক কর্মরত আছেন, যার মধ্যে ৪৪ জন বিদেশি শ্রমিক। তিনি বলেন,

‎“ইপিজেড শ্রম আইন ২০১৯ অনুযায়ী প্রতিষ্ঠান শ্রমিক ছাটাই করার ক্ষমতা রাখে। তবে শ্রমিকের পাওনা, সুযোগ-সুবিধা এবং ১০ বছরের বেশি চাকরির ক্ষেত্রে রিটায়ারমেন্ট সুবিধা প্রদান করেই ছাটাই করতে হবে।”

‎সনিক বিডি লিমিটেডের এজিএম শওকত হোসেন বলেন,

‎“আমরা শ্রমিক আইন মেনে শ্রমিকদের টার্মিনেশন করে থাকি। উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে আমার চাকরি মাত্র ১৫–২০ দিনের, তাই এর আগে কী হয়েছে তা বলতে পারছি না।”

‎মানববন্ধনে শ্রমিকরা তাদের চাকরিতে পুনর্বহাল, নিরাপদ কর্মপরিবেশ, পুরোনো মেশিন পরিবর্তন এবং কোম্পানির দুর্নীতি বন্ধের দাবি জানান।