January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 26th, 2023, 9:13 pm

উত্তর কোরিয়ায় রুশ প্রতিরক্ষামন্ত্রী ও চীনা কর্মকর্তারা

অনলাইন ডেস্ক :

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতির ৭০তম বার্ষিকীতে যোগ দিতে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল উত্তর কোরিয়ায় পৌঁছেছে। চীনও সরকারি প্রতিনিধি দল পাঠিয়েছে দেশটিতে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় রুশ প্রতিনিধিদল পিয়ংইয়ং পৌঁছেছে। পলিটব্যুরো সদস্য লি হংজংয়ের নেতৃত্বাধীন চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদলও যোগ দিয়েছেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে ‘বিজয় দিবস’র ৭০তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন এই দুই পরাশক্তি দেশের প্রতিনিধিদল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্যাটেলাইট চিত্রেও দেখা গেছে, বড় আকারের সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সের্গেই শোইগুর এই সফর রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক জোরদারে সহায়তা করবে। দুই দেশের মধ্যে সহযোগিতার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পর্যায় হবে এই সফর। উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষা এবং দক্ষিণ কোরিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া উভয়ের গতি তীব্র হচ্ছে। পারমাণবিক অস্ত্রধারী সাবমেরিনসহ নৌবাহিনীর জাহাজ দক্ষিণ কোরিয়ায় পাঠানোর প্রতিবাদে গত সপ্তাহ থেকে উত্তর কোরিয়া তিনটি পৃথক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ২০২২ সালের শুরু থেকে উত্তর কোরিয়া প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা জোরদার করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে রাশিয়া ও চীন।