অনলাইন ডেস্ক :
ভারতের উত্তর প্রদেশের মেরুতে গত শনিবার একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বর্ষণের মধ্যেই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।
জেলা প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। তাদের মধ্যে সিমরা নামে একজনের বয়স দেড় বছর। খবরে বলা হয়েছে, শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ভবন ধসের ঘটনা ঘটে। সঙ্গেসঙ্গেই জরুরি পরিষেবাকে জানানো হয়। যে ভবনে ধস নেমেছে ওই মালিকের নাম নাফ আলাউদ্দিন। তিনি ওই ভবনের প্রাঙ্গনে দুগ্ধশালা চালাতেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। হিন্দুস্তান টাইমস বলছে, উত্তর প্রদেশের ১১ জেলায় বন্যার প্রভাব পড়েছে। এতে এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানি ঘটেছে।
আরও পড়ুন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য
গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই, একদিনে নিহত ৫৮