January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 17th, 2022, 1:58 pm

উত্তাল পদ্মায় ফারুকের ৫ ঘণ্টা

অনলাইন ডেস্ক :

বৃষ্টিভেজা নৌকার ছইয়ের নিচে ঝুলছে পুরোনো একটি রেডিও। সেখানে হাঁটুমুড়ে বসে আছেন অভিনেতা ফারুক আহমেদ। তার পরনে ভেজা গেঞ্জি, লুঙ্গি; চোখের চাহনিতে মিশে আছে ভয়। তার পাশে একইভাবে বসে আছেন তরুণ অভিনেতা রাহুল। একটি স্থিরচিত্রে এমন লুকে ধরা দিয়েছেন ফারুক আহমেদ। কিন্তু এমন সাজে কেন সেজেছেন ফারুক আহমেদ? খোঁজ নিয়ে জানা যায়, কোনো নাটক-টেলিফিল্ম নয়, বরং একটি বিজ্ঞাপনে এমন লুকে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। মানিকগঞ্জে পদ্মা নদীতে বিজ্ঞাপনটির শুটিং করেছেন ফারুক। আর এই জার্নিটা মোটেও সহজ ছিল না। কারণ গত কয়েক দিন টানা বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতে দৃশ্যধারণের কাজ হয়েছে। অভিজ্ঞতা জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর সারাদেশে সারাদিন বৃষ্টি ছিলো। উত্তাল পদ্মা নদীতে ৫ ঘণ্টা বৃষ্টিতে ভিজে শুটিং করেছি। কষ্টকর ছিলো। কিন্তু তার চেয়ে বেশি আনন্দ ছিলো।’ এ বিজ্ঞাপনে ফারুক আহমেদের সহশিল্পী হিসেবে কাজ করেছেন রাহুল, শাহীন মৃধা। রাহুল বলেন, ‘উত্তাল পদ্মার বুকে জীবনের ঝুঁকি নিয়ে ঝড়-তুফানের মাঝে টিভিসিটির কাজ শেষ করেছি। আশা করছি, কাজটি সবার ভালো লাগবে।’