উদ্বোধনের দিনেই দুবৃত্তের ঢিলে বুড়িমারী এক্সপেস ট্রেনের জানালার গ্লাস ভেঙে গেছে।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে।
বুড়িমারী থেকে যাত্রী নিয়ে ছেড়ে পারুলিয়া বাজারে পৌঁছালে কয়েকজন কিশোর পাথর ছুড়ে মারলে একটি জানালার কাচ ভেঙে যায়।
ট্রেনে থাকা যাত্রীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে দিলে হাতীবান্ধা স্টেশন ছেড়ে পারুলিয়া স্টেশনের কাছে এলেই এলোপাতাড়ি পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা, এসময় জানালা ফুটো হয়ে যায়।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলার অপর দুই সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও মতিয়ার রহমান এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদারসহ রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তারা।
—-ইউএনবি
আরও পড়ুন
বৃষ্টি ঝরতে পারে টানা কয়েক দিন
চালের বাজারে কঠোর নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা
ইবি’র দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ