December 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 17th, 2025, 7:28 pm

উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: তৌহিদুল ইসলাম টিটু

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম টিটু বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

গতকাল সন্ধ্যার পর সারিয়াকান্দি উপজেলার চর রামনগর নব দিগন্ত ক্লাবের উদ্যোগে নাইট শর্টপিছ ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ আমাদের জাতীয় জীবনে সর্বশ্রেষ্ঠ অর্জন। বর্তমানে একটি স্বার্থন্বেসি মহল থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে যা কখনো সফল হবেনা। একটি সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সামনের নির্বাচনে ধানের শীষের ভোট দেওয়ার আহবান জানিয়েছেন এই নেতা। অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্য রাখেন রামনগর দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি আবু সাঈদ। সহ-সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি কাজেম উদ্দীন প্রাং। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম (রাঙ্গা)।

বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর বিএনপির সদস্য মাহবুবুর রহমান রুস্তম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান তিতাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অতিরিক্ত ভান্ডার কর্মকর্তা সোহাগ মিয়া, সারিয়াকান্দি পৌর বিএনপির প্রচার সম্পাদক মেহেদী হাসান মুরাদ,পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক আশরাফ আলী,সমাজসেবক আতিক হাসান আইনুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।