বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার দুই দেশের মধ্যকার বিরাজমান সুযোগের সর্বোত্তম ব্যবহার করে একটি উন্নত ও প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও দুই দেশ আগের চেয়ে আরও বেশি সহযোগিতা করার আশা প্রকাশ করেন। উল্লেখ্য আগামী বছর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপিত হবে।
কোরিয়ান দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইস্ট এশিয়া স্টাডি সেন্টার যৌথভাবে ফরেন সার্ভিসে ‘কোরিয়া-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর: প্রবণতা ও দিকনির্দেশনা’ বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেন সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে দক্ষিণ কোরিয়ার সহায়তা কামনা করেন। তিনি বলেন, এটি একটি সত্যিকারের অর্জন হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউন এবং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন।
—ইউএনবি

আরও পড়ুন
ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী আনসার সদস্যসহ ১৩ জন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন