মধ্যরাত থেকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে সকালে নাটোরের ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। দু-একটি কেন্দ্রে কিছু পুরুষ ভোটার দেখা গেলেও নারী ভোটার চোখে পড়েনি। তবে বেলা বাড়ার পর আবহাওয়ার পরিস্থিতি ভালো হলে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা একই কথা জানান।
প্রথম ধাপে নাটোরের ৩টি উপজেলায় (সদর, সিংড়া ও নলডাঙ্গা) অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। এর মধ্যে সদরে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নলডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
৩ উপজেলার মোট ৩০২টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল রতিফ শেখ।
—–ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছেন ইলন মাস্ক
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার