জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলীর উদ্যোগ অফিসের বেলকোনিতে বাগান এখন সবার নজর কেরেছে। জানা যায়, গঙ্গাচড়া উপজেলা এলজিইডি অফিসে উপজেলা প্রকৌশলী হিসেবে মজিদুল ইসলাম যোগদান করার পর উপজেলা পরিষদ ভবনের ৩য় তলায় নিজ অফিসের সামনে বেলকোনিতে বাগান করার উদ্যোগ নেন। তিনি ছোট বেলকোনিতেই বিভিন্ন জাতের ফলজ ও বনজ, ফুল, মরিচ, পেপে, পেয়ারার চারা টবে রোপন করেন। রোপনকৃত চারাগুলোর প্রতিদিন পরিচর্জা করায় চারাগুলো সবল হয়ে উঠে। ফলে ছোট গাছেই আম, পেপে, লেবু, মরিচ ধরায় ও ফুল গাছে ফুল ফুটায় অফিসে সেবা নিতে নানা শ্রেনী পেশার মানুষের নজর কেরেছে। গণমাধ্যম কর্মী আলীম, মন্টু, সুজন, নির্মল বলেন, এটি ভাল উদ্যোগ, অফিসের বেলকোনিতে এ রকম বাগান করায় অনেকে উৎসাহিত হবে এবং নিজের বাড়িতে অল্প জায়গায় বাগান করতে পারবে। উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম জানান, আমি যোগদানের পর দেখি বেলকোনিটি তেমন কোন কাজে ব্যবহার হচ্ছেনা। তাই সেখানে বাগান করার উদ্যোগ নেই। টব ও রংয়ের জারকিন টব বানিয়ে নানা জাতের গাছের চারা করি। টবগুলো বেলকোনিতে সাড়ি সাড়ি স্থাপন করি। প্রতিদিন সেগুলোর যত্ন নেই।সঠিকভাবে যত্নের কারনে আম, লেবু, পেপে, পেয়ারা ধরে ছিলো। মরিচ ধরেছে ও ফুল ফুটেছে। দেখতে ভাল লাগে।
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই