অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। তাই এ প্রসঙ্গে বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সাময়িক নিয়োগপ্রাপ্তদের পরবর্তী সরকারের লাভজনক পদে না রাখার বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত তিনটি ফটোকার্ড শেয়ার করে এক পোস্টে তিনি এ প্রস্তাব জানান।
ফাওজুল কবির লেখেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে।’ তিনি আরও বলেন, ‘আমি পক্ষপাতদুষ্ট চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় অনুরাগ–বিরাগের ঊর্ধ্বে থেকে সরকারের সিদ্ধান্ত নিয়েছি। তবুও যেহেতু প্রশ্ন উঠেছে, এর নিষ্পত্তি প্রয়োজন।’
পোস্টে তিনি প্রস্তাব করেন— ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ এবং চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তাদের কেউই যেন পরবর্তী নির্বাচিত সরকারের (যে দলই গঠন করুক না কেন) কোনো লাভজনক পদে অংশ নিতে না পারেন— এ মর্মে একটি অধ্যাদেশ জারি করা উচিত।’
তবে শর্ত হিসেবে তিনি যোগ করেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।’
এনএনবাংলা/

আরও পড়ুন
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হতে পারেন?
আওয়ামী লীগে যোগ দিয়ে ‘গর্বিত’ বিএনপি নেতা ফয়জুল করিমকে বহিষ্কার
কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত