ঢাকার সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে রোববার রাত ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে বিস্ফোরণে কেউ আহত হননি বা প্রাণহানি মতো ঘটনা ঘটেনি।
সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, “বাসার সামনে হঠাৎ শব্দ শুনে আমি বাইরে এসে ঘটনাটির বিষয়ে নিশ্চিত হই।”
তাঁর বাসার সিসি ক্যামেরায় দেখা গেছে, দুইজন দুর্বৃত্ত এসে ককটেল দুটি বিস্ফোরণ করে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় পুলিশ কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য যাচাই শুরু করেছে। তারা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং ঘটনার তদন্ত ত্বরান্বিত করেছে।
এর আগে একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে মেট্রো স্টেশনের নিচে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতেও কেউ আহত হয়নি।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে একাধিক স্থানে এমন বিস্ফোরণ পরিকল্পনাকারী ও উদ্দেশ্য শনাক্ত করতে তদন্ত চলছে। নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায়
রাজনীতিকে ‘বিদায়’ জানালেন শমসের মবিন চৌধুরী
সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত ৫, আহত ২০