August 30, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 29th, 2025, 7:25 pm

উপসচিব পদে পদোন্নতি নিয়ে তথ্য ক্যাডারে হতাশা ও অসন্তোষ

 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৬৮ জন কর্মকর্তাকে গতকাল উপসচিব পদে পদোন্নতি দেওয়ার পর তথ্য সাধারন ক্যাডারে হতাশা ও অসন্তোষ বিরাজ করছে।

বিসিএস ২৪, ২৭ ও ২৮ তম ব্যাচের কর্মকর্তারা এখনো পদোন্নতি পাননি। সেজন্য তথ্য সার্ভিসের কর্মকর্তারা এবার বেশি সংখ্যক কর্মকর্তার পদোন্নতি আশা করেছিলেন যাতে প্রশাসনের ৩০ ব্যাচের সাথে অন্তত ২৮ ব্যাচ শেষ হয়।

এ ছাড়া, আবেদনকৃত ২৪ ও ২৭ ব্যাচের বেশ কয়েকজন সিনিয়র মেধাবী কর্মকর্তাকে ডিঙ্গিয়ে জুনিয়রদের পদোন্নতি দেয়া হয়েছে।

তথ্য (সাধারন) ক্যাডারের আবেদনকৃত ২৪তম বিসিএস এর ৩ জন এবং ২৭ তম বিসিএস এর ১ জন সহ মোট ৪ জন মেধাবী সিনিয়রকে ডিঙ্গিয়ে ৫ম ও ৬ষষ্ঠ জনকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয়।

সূত্র জানায়, উপসচিব পদে পদোন্নতি বিবেচনার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে যে ১৩ জনের তালিকা পাঠানো হয়েছিলো, তার মধ্যে ২টি ব্যাচের প্রথম ৪ জন মেধাবী কর্মকর্তাকে ডিঙ্গিয়ে পদোন্নতি দেয়া হয়েছে।

পদোন্নতির বিবেচনার জন্য তালিকায় সিনিয়রিটির ভিত্তিতে প্রথম ছিলেন ২৪তম বিসিএস এর তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার কামরুজ্জামান ভুঁঞা (জ্যেষ্ঠতা নম্বর ৩০), দ্বিতীয় ছিলেন মুহা: শিপলু জামান (জ্যেষ্ঠতা নম্বর ৩৪) তৃতীয় ছিলেন হাছিনা আক্তার (জ্যেষ্ঠতা নম্বর ৩৯ ), চতুর্থ ছিলেন ২৭তম বিসিএস এর মোহাম্মদ আনোয়ার হোসেন (জ্যেষ্ঠতা নম্বর ৫৭ )।

তবে চারজন সিনিয়র কর্মকর্তা পদোন্নতি না পেলেও ২৭তম বিসিএস এর জ্যেষ্ঠতা নম্বর ৫৯ ও ৬১ নাম্বারের দুজন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তথ্য সার্ভিসের কর্মকর্তারা এবার আবেদনকৃত ২৪, ২৭ ও ২৮ তম ব্যাচের ১৩ জনের মধ্যে অন্তত ৭/৮ জন কর্মকর্তার পদোন্নতি আশা করেছিলেন।

কারণ, প্রশাসনের ৩০ তম ব্যচ এবার উপসচিব হয়েছে। এসব নিয়ে তথ্য ক্যাডারে চরম হতাশা ও অসন্তোষ বিরাজ করছে এবং পদোন্নতি বঞ্চিতরা ব্যাক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উল্লেখ্য, ২৪ বিসিএসের একই সম্মিলিত মেধা তালিকায় প্রশাসন ক্যাডারে তাদের ব্যাচমেটদের গত মার্চ মাসে যুগ্মসচিব পদোন্নতি দেয়া হয়েছে। আর প্রশাসনের ২৯ ব্যাচ পর্যন্ত আগেই উপসচিব হয়েছেন।

গতকাল বিসিএস প্রশাসন ৩০ ব্যাচসহ বিভিন্ন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ আগস্ট) এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২৬২ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এবং আটজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে প্রথম সচিব হিসেবে কর্মরত আছেন।

এনএনবাংলা/