সাতক্ষীরার নিহত ১০ পুলিশ সদস্যের পরিবারবর্গকে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ উপহার দেয়া হয়েছে।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে বুধবার (১ মার্চ) জেলা পুলিশ লাইন্স মাঠে সাতক্ষীরায় শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতীকী শ্রদ্ধা মঞ্চে শ্রদ্ধাঞ্জলী দেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
শ্রদ্ধা শেষে বিভিন্ন সময়ে দায়িত্বপালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভায় অংশ নেন সাতক্ষীরা জেলা পুলিশের কর্মকর্তারা।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, দেশের জন্য কাজ করতে গিয়ে যারা মারা গেছেন তাদের ত্যাগ পুলিশ বাহিনী সব সময় শ্রদ্ধাভরে স্মরণ করবে। নিহতদের পরিবারের যে কোন সমস্যায় আমরা পাশে থাকবো।
আলোচনা শেষে সাতক্ষীরার নিহত দশ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ উপহার দেয়া হয়।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী