অনলাইন ডেস্ক :
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে ওই তরুণী বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। জানা যায়, ২০১৮ সালের দিকে উপ-সচিব সঞ্জয়ের সঙ্গে ফেসবুকে ওই তরুণীর পরিচয় হয়। এর সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে তাকে ধর্ষণ করা হয়। থানায় মামলা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হন ওই তরুণী।
আরও পড়ুন
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
জাতিকে এগিয়ে নিতে ঈদুল ফিতরের বার্তা ধারণের আহ্বান প্রধান উপদেষ্টার
ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি