অনলাইন ডেস্ক :
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শনিবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘উষ্ণ ছোঁয়া’। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ রবিউল সিকদার। নাটকে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। দুরন্ত টেলিফিল্মের প্রযোজনায় নাটকে আরও অভিনয় করেছেন কারার মাহমুদ, মৌসুমী, আনোয়ার, শৈশব প্রমুখ। নাটকের গল্পে দেখা যায়, সোয়েটার বুনতে ভালোবাসেন ভাবনা। কেউ কেউ তাঁকে বলে, এই জামানায় কোনও মেয়ে কি সোয়েটার বোনে? ভাবনার ভাষ্য, সোয়েটারের প্রতিটি সুতার ভাঁজে ভাঁজে থাকবে তাঁর ভালোবাসা। এক দিন ভাবনার ঘরে পুলিশ আসে। তাঁকে দ্রুত ঘর থেকে বের হতে বলে বাড়ির সবাই। তার পর কী হয়, তা জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত