January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 22nd, 2024, 9:12 pm

ঋণের সুদ পরিশোধে অর্থনীতি চাপে থাকলেও তা গুরুতর নয়: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ঋণের সুদ পরিশোধের ক্ষেত্রে অর্থনীতি বেশ চাপে থাকলেও পরিস্থিতি ততটা গুরুতর নয়।

বৈশ্বিক প্রভাব ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশীয় অর্থনীতি কিছুটা চাপে পড়েছে জানিয়ে তিনি বলেন, সরকার তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশের চিফ অব মিশন আবদুসাত্তার ইসোয়েভের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘আইওএম বিদেশি অভিবাসীদের নিয়ে কাজ করে। তারা প্রবাসীদের আনার জন্য কাজ করছে। ভবিষ্যতেও তারা এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’

মূল্যস্ফীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ে কিছুটা অস্বস্তি আছে। এটি একটি পণ্যের জন্য কমে যায়, তবে অন্যটির জন্য বাড়ে। জোর করে কী করবেন? ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে।’

—-ইউএনবি