August 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 27th, 2025, 7:07 pm

ঋতাভরীকে নিয়ে পাপুয়া নিউগিনির প্রথম অস্কার যাত্রা

 

টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যাচ্ছেন সিনেমার সর্বোচ্চ মঞ্চে। প্রথমবারের মতো অস্কারে চলচ্চিত্র জমা দিয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। সিনেমাটির নাম ‘পাপা বুকা’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী। খবর হিন্দুস্থান টাইমস- এর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা বিজুকুমার দামোদরন। পর্দায় তিনি তুলে ধরেছেন সেই যুদ্ধবিধ্বস্ত সময়ের এক সত্য ঘটনা। যেখানে ভারত ও পাপুয়া নিউগিনির মধ্যে সেতুবন্ধন, বিসর্জন আর মানবিকতার গল্প ফুটে উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্কারে যাওয়ার সুসংবাদ শেয়ার করে উচ্ছ্বসিত ঋতাভরী লেখেন, ‘‘আমাদের সিনেমা ‘পাপা বুকা’ নিউগিনি থেকে অস্কারে যাচ্ছে। আমি পরিচালক বিজুকুমার দামোদরন ইতিহাস তৈরি করেছেন দুই দেশের সম্পর্ককে নিয়ে। আমি আনন্দিত।’’

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, চলতি বছর সেপ্টেম্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে চলেছে পাপুয়া নিউগিনি-এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে দেশটি প্রথমবার নিজেদের সিনেমা অস্কারে পাঠাচ্ছে। সম্প্রতি এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন পাপুয়া নিউগিনির পর্যটনশিল্প ও সংস্কৃতিমন্ত্রী বেলডেন নরম্যান নামা।

সিনেমাটির গল্পে মূলত দেখা যাবে, দুই ভারতীয় ইতিহাসবিদের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ানক দিনগুলোর স্মৃতিচারণ করছেন ৮৫ বছরের বৃদ্ধ যোদ্ধা পাপা বুকা। তার কথা ভারত ও পাপুয়া নিউগিনির অতীতকে একসূত্রে গেঁথে দেয়।

সেই বৃদ্ধ যোদ্ধার ভূমিকায় রয়েছেন পাপুয়া নিউগিনির প্রাচীন উপজাতি নেতা সাইন বোবোরো। তিনি ও ঋতাভরী চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন প্রকাশ বার, জন সিকে, বারবারা আনাতু, জ্যাকব ওবুরি, স্যান্ড্রা দাউমা প্রমুখ। আগামী ১৯ সেপ্টেম্বর পাপুয়া নিউগিনিতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এনএনবাংলা/