অনলাইন ডেস্ক :
১৯৭৬ সালের ২২ নভেম্বর ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’-চারণ কবি মুকুন্দ দাসের অভয়বাণীকে কণ্ঠে ধারণ করে যাত্রা শুরু করে সাংস্কৃতিক সংগঠন ঋষিজ। এদেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে এ সংগঠনটি বিশেষ ভূমিকা রাখছে। পথচলার সাফল্যের স্মারক হিসেবে ৩ গুণীকে সম্মান জানিয়ে শুক্রবার (২৪ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে সংগঠনটি। এবারের ঋষিজ সম্মাননা পাওয়া ৩ গুণী হলেন- সংগীত ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিমির নন্দী, অভিনয়ের জন্য অভিনেত্রী ডলি জহুর এবং শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য সৌমিত্র শেখর।
এই অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা আসাদুজ্জামান নূর ও নাট্যজন মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সুরাইয়া আলমগীর। গানের সুরে, কবিতার ছন্দে ও নৃত্যের নান্দনিকতায় সাজানো অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত প্রয়াত বরেণ্য কবি আসাদ চৌধুরী, প্রয়াত শিল্পী ফকির আলমগীর ও প্রয়াত শিল্পী বুলবুল মহলানবীসকে। এ উপলক্ষে বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে। সংগীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত