এনএন অনলাইন:
এইচআরসি গ্রুপের চেয়ারম্যান এবং দেশের খ্যাতনামা শিল্পপতি সাঈদ হোসেন চৌধুরী আর নেই। তিনি মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাঈদ হোসেন চৌধুরী ছিলেন কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ভাষাসৈনিক ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর পুত্র। চা শিল্পে তার অবদানের জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়। এইচআরসি গ্রুপের নেতৃত্বে তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে চা রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত করে তুলেছেন।
তিনি আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। স্পেনে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কূটনৈতিক ও ব্যবসায়িক মহলে তার মর্যাদা ছিল ব্যাপক।
বহুজাতিক প্রতিষ্ঠান ও ফোরামে সক্রিয় থেকে, তিনি বাংলাদেশের ব্যবসা-বিনিয়োগ সম্ভাবনা বিশ্ব দরবারে তুলে ধরেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের ব্যবসায়ী ও কূটনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
আগামীকাল বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান