January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 16th, 2025, 3:36 pm

এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন

এইচএমপি ভাইরাস শনাক্ত হওয়া সানজিদা আক্তার (৩০) মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) রাতে মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

জানা গেছে, তার শরীরে এইচএমপিভির পাশাপাশি অন্যান্য জটিলতা ছিল। সেজন্য তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানেই তিনি মারা গেছেন। রাতেই তার মরদেহ নরসিংদীর বাড়িতে নেয়া হয়েছে এবং পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

এর আগে, গত রোববার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সানজিদার শরীরে এইচএমপিভি শনাক্তের বিষয়টি জানায়। সেসময় চিকিৎসকরা জানিয়েছিলেন তারা শরীরে অন্যান্য জটিলতা থাকায় আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

চলতি বছরের শুরুতে চীনে প্রথম এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। ভারতেও ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

ভাইরাসটিকে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি নামে চিহ্নিত করা হয়েছে। এ ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে।