চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এই ফল প্রকাশ করা হয়।
ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, ফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী।
অকৃতকার্যসহ সব শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।
শিক্ষার্থীরা তাদের ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকায়—৬৪.৬২ শতাংশ। এরপর রয়েছে বরিশাল বোর্ড ৬২.৫৭ শতাংশ, রাজশাহী ৫৯.৪০ শতাংশ, দিনাজপুর ৫৭.৪৯ শতাংশ, চট্টগ্রাম ৫২.৫৭ শতাংশ, সিলেট ৫১.৮৬ শতাংশ, ময়মনসিংহ ৫১.৫৪ শতাংশ, যশোর ৫০.২০ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.৮৬ শতাংশ।
এবার ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে গত বছর (২০২৪ সালে) শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১,৩৮৮টি। অর্থাৎ, এবার তা কমেছে ১,০৪৩টি।
অন্যদিকে, চলতি বছর ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষার্থীও পাস করতে পারেনি।
এনএনবাংলা/
আরও পড়ুন
প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার উচ্চমাধ্যমিকে অকৃতকার্য!
রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ, চলছে গণনা
শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ স্থগিত, আগামীকাল অনশনের কর্মসূচি ঘোষণা