অনলাইন ডেস্ক :
সারা বছর নারী ফুটবল নিয়ে ব্যস্ত থাকতে হয় তাদের। তবে শত ব্যস্ততার মাঝে পড়াশোনা চালিয়ে যেতেও কার্পণ্য ছিল না আঁখি খাতুন-শামসুন্নাহারদের। বুধবার (৮ ফেব্রুয়ারি) এইচএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। তাতে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন জাতীয় দলের ৪ ফুটবলার। উত্তীর্ণরা পৃথক পৃথক বিভাগ থেকে পাস করেছেন। তাদের মধ্যে রেহানা আক্তার পেয়েছেন জিপিএ ৪.৫৮। রিতুপর্না চাকমা ও আঁখি খাতুন ৪.৫০ এবং শামসুন্নাহার সিনিয়র ২.৫৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাদের কেউ বিকেএসপি কিংবা নিজ জেলা থেকে পরীক্ষা দিয়ে পাস করেছেন। জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন মেয়েদের সাফল্য দেখে ভীষণ আনন্দিত, ‘ওরা খেলার পাশাপাশি পড়াশোনা করেছে। যে কারণে আজ সাফল্য এসেছে। আমি ওদের এমন ফলে ভীষণ খুশি।’ শুধু ফুটবলার নয় দেশের অন্যতম সেরা আর্চার টোকিও অলিম্পিকে খেলা দিয়া সিদ্দিকীও বিকেএসপি থেকে জিপিএ ৫ পেয়ে ক্রীড়াঙ্গনে সবার মুখে হাসি ফুটিয়েছেন।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত