উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট। বৃহস্পতিবার সব শিক্ষা বোর্ডের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রুটিন অনুযায়ী এইচএসসির লিখিত পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যাপী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে।
—-ইউএনবি
আরও পড়ুন
৭৫ কোটির গ্যাসের বকেয়া কমে এখন ২৪ কোটি ডলারে
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ৩০ হাজার কোটি