October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 1:26 pm

এই ঘটনায় আবার প্রমাণিত আ.লীগ সন্ত্রাসী সংগঠন: আখতার

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনাকে ঘিরে আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন—এটি আবারও প্রমাণিত হলো।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“আওয়ামী লীগের সন্ত্রাসীরা এর আগেও এমন হামলার চেষ্টা করেছে। দেশেও আমরা তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকি। তবু আমরা ভয় পাই না। বাংলাদেশের মানুষ অতীতেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে পিছপা হয়নি, ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।”

এর আগে, হোটেলে পৌঁছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন আখতার হোসেনসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত এনসিপি নেতাকর্মীরা। এ সময় তারা আরও স্লোগান দেন—

“ওয়ান টু থ্রি ফোর ফ্যাসিবাদ নো মোর, ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ, বিচার চাই শেখ হাসিনার বিচার চাই, গণহত্যার বিচার চাই শেখ হাসিনার বিচার চাই।”

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট সোমবার দুপুরে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা দেরিতে বিমানবন্দর ত্যাগ করার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি নেতা আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।

এক পর্যায়ে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালাগাল করেন। পরিস্থিতি সামাল দিতে এনসিপি নেতারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন। পরে পুলিশের সহযোগিতায় তারা নিরাপদে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

 

এনএনবাংলা/