বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনই হবে তার রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন। মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সব নেতা-নেত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে দলের সব কর্মীর প্রতিও আজীবনের ভালোবাসা ও ধন্যবাদ জানাই—তারা সারাজীবন আমার পাশে থেকেছেন।
তিনি আরও লিখেছেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, তারা বিশ্বাস রাখুন—ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আমার জন্য, দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই একসঙ্গে আপনাদের পাশে থাকব ও কাজ করব ইনশাআল্লাহ।
পোস্টে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন,
আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেল খেটেছি—আমাদের প্রত্যেকেরই আলাদা গল্প আছে। ১৯৮৭ সালে যখন আমি রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিই, তখন আমার দুই মেয়ে ছোট, তারা ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়সও কম ছিল। হঠাৎ এমন অনিশ্চিত জীবনে পা দিতে গিয়ে সে স্তম্ভিত হয়ে পড়েছিল। কিন্তু সেও সাহস নিয়ে আমার পাশে থেকেছে। মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া—সবকিছু সে করেছে একাই।
মনে আছে, একবার আমার বড় মেয়ের অপারেশন হচ্ছিল—আমি তখন ঢাকার পথে গাড়িতে ছিলাম, যেন তার পাশে থাকতে পারি। সারা রাত মসজিদে ছিলাম, খুব কষ্ট হচ্ছিলো। এমন গল্প শুধু আমার নয়, আমাদের হাজারো নেতাকর্মীর জীবনে আছে। হয়তো কোনোদিন সময় হলে সেই গল্পগুলো বলব।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি: টিআইবি
বাবার দেখানো পথে ধানের শীষের প্রার্থী যারা