অনলাইন ডেস্ক :
রক্ষণভাগে তপু বর্মন অনেক দিন ধরে ইনজুরিতে ছিলেন। বসুন্ধরা কিংসের এই ফুটবলার ক্লাব ম্যাচে ছিলেন অনিয়মিত। এখন ভালো আছেন, ম্যাচও খেলছেন। সামনেই সাফ চ্যাম্পিয়নশিপের ফুটবল যুদ্ধ ভারতের ব্যাঙ্গালুরুতে। গত রোববার সাফ যুদ্ধের ক্যাম্পে শামিল হয়েছেন দেশের ফুটবলাররা। তপু বর্মনের এটা চতুর্থ সাফ। তার প্রত্যাশা কী জানতে চাইলে তপু বললেন, ‘সাফটা যে মাসে শুরু হয়, আমাদের প্রস্তুতিটা কিন্তু সে মাসে শুরু হয় না। আমরা তার আগে থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিই। এই সাফটা আমাদের জন্য বড় একটা সুযোগ।
কারণ, আমরা আমাদের গ্রুপটাকে ভালোভাবে জানি। যদি আমি খেলোয়াড় হিসেবে বলি, খেলোয়াড়েরা খুবই মোটিভেটেড। সাফে লড়াই করার জন্য সবাই প্রস্তুত।’ রাজধানীর নিকুঞ্জে হোটেল রিজেন্সিতে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প শুরু হয়েছে। গত রোববার সন্ধ্যায় ৩০ ফুটবলার রিপোর্ট করেন। সাফে বাংলাদেশের গ্রুপটা কঠিন। মালদ্বীপ, লেবানন, ভুটান। তপু বললেন, ‘লেবানন সম্পর্কে একটু কম ধারণা আছে। মালদ্বীপ আর ভুটান-এই দুই দল সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। আমার কাছে মনে হয় আমারা ভালোভাবেই এগোতে পারব।’
মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে কতটা আশাবাদী
শ্রীলঙ্কায় মালদ্বীপের বিপক্ষে আমি যখন শেষ ম্যাচ খেলি, তাদের আমরা ২-১ গোলে হারিয়েছিলাম। সেই দলটাই কিন্তু থাকবে এখানে। তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি। ভুটানের বিপক্ষে অনেক দিন ধরে আমাদের খেলা হয় না। ওরা অনেক দিন ধরে খেলায় ছিল না। তো এই দুইটা ম্যাচ আমরা মনে করি আমাদের বাঁচা-মরার লড়াই। আমরা সব সময় চেষ্টা করব। লেবানন ম্যাচটাও গুরুত্বপূর্ণ। আমরা যদি সেখানে কম মার্জিনে হারি বা ড্র করি, তাহলে আমাদের সুযোগটা আরো বেড়ে যাবে। তো অবশ্যই আমরা ওভাবেই এগোব।’
এখন শতভাগ সুস্থ আছি
চোট থেকে আমি এখন অনেকটাই সুস্থ, শতভাগ ফিট। কোচের সঙ্গে, নতুন ফিজিওর সঙ্গেও কথা হয়েছে। তো আমার যে কন্ডিশন, এখন শতভাগ সুস্থ আছি। আর ব্যক্তিগত অর্জন থেকে আমার মনে হয় দেশের অর্জনটাই বেশি গুরুত্বপূর্ণ। যখনই আপনি দেশের জন্য খেলবেন, তখনই কিন্তু আপনার ব্যক্তিগত অর্জনটাও চলে আসবে। সাফে আমার ৪টা গোল আছে, আমার মনে হয় আমাদের দেশের দুই জন খেলোয়াড় আছেন ৫ গোল। আমি চেষ্টা করব যেন তাদের ছুঁতে পারি।
আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল
অবশ্যই সম্ভব। আমরা একসঙ্গে অনেক দিন খেলছি। আমরা জানি সাফ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। একটা দল যখন গঠন করে, তখন কিন্তু সবাইকে দেখেই দল গড়ে। কার কী শক্তি, কার কী ক্ষমতা আছে, তা দেখেই কিন্তু দল গড়ে। আমরা চেষ্টা করব। প্রথমত সেমিফাইনালটা আমাদের প্রথম লক্ষ্য। কারণ আপনি যদি সেমিফাইনালে রিচ করতে পারেন, তাহলে নকআউট স্টেজে আপনি হারতেও পারেন, জিততেও পারেন।
এবারের সাফে ভালো কিছু হবে
আমরা সব সময়ই কিন্তু চেষ্টা করি। কারণ আমরা যখন দেশের হয়ে মাঠে নামি, কেউই তখন হার মেনে আসতে চায় না। সবাই কিন্তু সেরাটাই দিতে চায়। এবারও একই। আমরা এবারও সুশৃঙ্খলভাবে মাঠে নামব। পুরো দলের পরিবেশটা আমি যেমন দেখছি, ইতিবাচক মনে হচ্ছে। এবার আমরা সবাই মিলে আশাবাদী, এবারের সাফে ভালো কিছু হবে।’
রক্ষণভাগ কেমন
দেখেন, সিশেলসের বিপক্ষে যে আমরা ৩-৪ গোল হজম করে হেরেছি, তা নয়। তার আগের ম্যাচটা জিতেছি, তারও আগে সৌদিতে আমরা শক্তিশালী অপনেন্টের বিপক্ষে খেলেছি। ওখানে কিন্তু ১-১ গোলে ড্র করেছি। তো রক্ষণের সবাই কিন্তু একটা দলেই খেলি। বসুন্ধরার ব্যাক ফোর ফাইভ বলেন, সবাই কিন্তু আমরা ঐ দলেই খেলি।’
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত