অনলাইন ডেস্ক :
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ওমানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ওমানকে ৭-৬ গোলে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয় মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ৫৩ মিনিটে বাংলাদেশ ম্যাচে ফেরে রাকিবুল হাসান রকির গোলে। বাকি সময় কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭-৬ গোলে ওমানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে লাল-সবুজ দল। ২০১৪ সালে হকিতে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের যুবারা। সেবার ওমানকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ৮ বছর কেটে গেলেও লাল সবুজের প্রতিনিধিদের শিরোপার স্বাদ পাওয়া হয়নি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) অবশেষে সেই কাক্সিক্ষত শিরোপা জিতে নিয়েছে কোচ মামুনুর রশীদের শীর্ষ্যরা। এদিন ম্যাচ শুরুর প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা। তবে পিছিয়ে পড়লেও ম্যাচে সমতা আনে বাংলাদেশের যুবারা। তৃতীয় কোয়ার্টার পর্যন্ত আর কোনো গোল না হলে স্বাগতিকরা শিরোপা জয়ের পথেই এগিয়ে ছিল। তবে শেষ কোয়ার্টারে ৫২তম মিনিটে হাসান মোহাম্মদ দুর্দান্ত এক গোল করলে ৮ বছর পর আবারও শিরোপা জয়ের আশা বেঁচে থাকে বাংলাদেশের। এরপর আর গোল না হলে শিরোপা নির্ধারণ গড়ায় টাইব্রেকারে। সেখানেও প্রথম শটে গোল করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭-৬ গোলের ব্যবধানে জিতে ৮ বছর পর শিরোপা পুনরুদ্ধার করে বাংলাদেশ যুব হকি দল।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা