নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুরে ক্যান্সার কিডনী লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয় ।
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব মোঃ জাহাঙ্গীর আলম ।জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্ব করেন বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফেরদৌস আলম চৌধুরী । এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাবাসুম সুমী, সমাজসেবার উপ-পরিচালক মো: আব্দুল মতিন, আওয়ামীলীগ নেতা এডভোকেট আনোয়ারুল ইসলাম প্রমূখ । এতে ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানায় অনুদান, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের ঋণ প্রদান ও পল্লী সমাজসেবা কার্যক্রমের সুবিধাভোগীও উপকারভোগীদের মাঝে সরকারি ভাতা দেয়া হয়।
আরও পড়ুন
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের মাদক বিরোধী অভিযানে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার আটক ১
খুবিতে গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা শীর্ষক আলোচনা
খুবি শিক্ষার্থীদের দাবি আদায়ে মৎস্য বীজ খামার দখল, ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা