October 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 26th, 2025, 2:53 pm

একজনের নামে সর্বোচ্চ সাতটি সিম নিবন্ধন, নির্বাচনের আগে কার্যকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একজন ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ডের সংখ্যা সীমিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিম রাখতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক সময় দেখা যায়, একজনের নামে নিবন্ধিত সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধে জড়িয়ে পড়ে। এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে যায়। এ কারণেই ব্যক্তিপ্রতি সিম ব্যবহারের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘জাতীয় নির্বাচন শুরুর আগেই আমরা চাই, প্রত্যেকে যেন সর্বোচ্চ সাতটি সিম নিজেদের এনআইডির মাধ্যমে ব্যবহার করতে পারেন।’

সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/