December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 26th, 2024, 6:16 pm

একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা

মেলবোর্নে প্রথম দিনই ঝামেলায় জড়িয়েছেন বিরাট কোহলিএএফপি

নিজস্ব প্রতিবেদক:

স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার ঘটনায় বিরাট কোহলি যে শাস্তির মুখোমুখি হতে চলেছেন, সেটি বোঝা গিয়েছিল ঘটনার ধরনেই। মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষে সেই শাস্তির ঘোষণাটাই এসেছে আনুষ্ঠানিকভাবে। আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনারকে পিচের মাঝে ধাক্কা দেওয়ায় চার আম্পায়ার কোহলির বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, সেটি আমলে নিয়ে ভারতীয় তারকার বিরুদ্ধে শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের দায়ে কোহলিকে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ভারতের ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য ১৫ লাখ রুপি ম্যাচ ফি পেয়ে থাকেন। ২০ শতাংশ হিসেবে কোহলিকে মেলবোর্ন টেস্টে ৩ লাখ রুপি জরিমানা দিতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।

মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই কোহলিকে জরিমানা দিতে হয়েছে কনস্টাসকে দৃষ্টিকটুভাবে ধাক্কা দেওয়ায়। অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভার শেষে কনস্টাস হাতের গ্লাভস খুলে মাঠের অন্য প্রান্তের দিকে যাওয়ার পথে কোহলি এসে তাঁর কাঁধে ধাক্কা দেন। এ নিয়ে কনস্টাস ও কোহলির মধ্যে কথা কাটাকাটি হলে উসমান খাজা ও আম্পায়াররা এসে দুজনকে থামান।

ধাক্কার পর উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোহলি ও কনস্টাসের মধ্যেধাক্কার পর উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোহলি ও কনস্টাসের মধ্যেএএফপি

আইসিসি জানিয়েছে, কোহলির বিরুদ্ধে আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা ‘আন্তর্জাতিক ম্যাচের সময় খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকসহ অন্য কোনো ব্যক্তির সাথে অনুপযুক্ত শারীরিক সংযোগে’র সঙ্গে সম্পর্কিত।

কোহলির বিরুদ্ধে অভিযোগ এনেছেন মাঠের দুই আম্পায়ার জোয়েল উইলসন ও মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এবং চতুর্থ আম্পায়ার শন ক্রেইগ। কোহলি নিজের দায় স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচ রেফারি হিসেবে শততম ম্যাচে দায়িত্ব পালন করা পাইক্রফট কোহলির বিরুদ্ধে শাস্তি আরোপ করেন। ইতিহাসের চতুর্থ ম্যাচ রেফারি হিসেবে শততম ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন পাইক্রফট।