ধর্মের দোহাই দিয়ে প্রতারণার অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, একটি দল ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত করছে।
সোমবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সালাহউদ্দিন বলেন, জামায়াতে ইসলামী দাবি করছে—‘তাদের মার্কায় ভোট দিলেই সরাসরি জান্নাত’। কিন্তু ইহকালে মানুষের জীবনে কীভাবে উন্নতি আসবে, সে বিষয়ে কোনো কথা নেই। তাঁর অভিযোগ, কোনো নীতি-আদর্শ বা বাস্তব পরিকল্পনা না থাকা সত্ত্বেও ধর্মীয় আবেগকে ব্যবহার করে প্রতারণার কৌশল নেওয়া হয়েছে এবং জনগণ ইতোমধ্যে তা বুঝে ফেলেছে।
ছাত্রদলকে উদ্দেশ করে তিনি বলেন, যারা কষ্ট ছাড়াই জান্নাতে যাওয়ার দাবি করছে তাদের প্রথমে জিজ্ঞেস করতে হবে—সে রাস্তাটাই কোথায়। জনগণ এসব কথার ফাঁদ ধরতে পারে। “প্ল্যানিং ইজ হাফ অব দ্য জব—যদি পরিকল্পনা না থাকে তবে ব্যর্থতা অবধারিত”—উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় পরিকল্পনা করছে বলেই জনগণের সমর্থন চাইছে।
তিনি আরও বলেন, বিএনপি ধর্মের নামে ‘ট্যাবলেট’ বিক্রি করতে চায় না; বরং অর্থনৈতিক মুক্তি ও জনকল্যাণের জন্য কী পরিকল্পনা রয়েছে তা জনগণকে জানাতে চায়।
জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান তুলে ধরে সালাহউদ্দিন বলেন, তাঁর রাজনৈতিক জীবন, খালেদা জিয়ার রাজনীতি শুরু এবং তারেক রহমানের সংগ্রাম—এই তিনটি ইতিহাস দেখলেই বোঝা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম ও বিকাশই বাংলাদেশকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।
তিনি দাবি করেন, দেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা—সব ক্ষেত্রেই ভূমিকা রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সালাহউদ্দিন বলেন, ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব, ১৯৭৯ সালে চতুর্থ সংশোধনী বাতিল থেকে পঞ্চম সংশোধনী প্রবর্তন—এসবই গণতন্ত্রের পুনরুত্থানের নিদর্শন।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংসদীয় পদ্ধতি চালু, বিচার বিভাগ স্বাধীনতা, গণমাধ্যম স্বাধীনতা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের বিষয়গুলোও তুলে ধরেন।
ফ্যামিলি কার্ড, ফার্মস কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের ভাষায় কথা বলার নির্দেশ দিয়ে ছাত্রদলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, কঠিন ভাষা নয়—সহজভাবে মানুষের কাছে বিএনপির পরিকল্পনা তুলে ধরতে হবে। ইংরেজিতে নয়, সাধারণ মানুষের ভাষাতেই কথা বলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং এতে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
মেক্সিকোয় পুলিশ স্টেশনের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত শুরু আগামী সপ্তাহে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন