January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 14th, 2025, 8:46 pm

একদিনের ট্যুরেই ঘুরে আসুন ঢাকার আশপাশের সরিষা ক্ষেতে

সরিষা ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে

ভ্রমণ ডেস্ক:
সরিষা ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি হলুদ চাদর বিছিয়ে রেখেছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ শীতকাল আসতেই ফুটে ওঠে সরিষা ফুল। এ সময় যেদিকেই চোখ যায় শুধু হলুদ আর হলুদ। যদিও গ্রামে সরিষা ক্ষেতের দেখা মেলে সবখানেই।

তবে শহরবাসীদেরকে এজন্য আফসোস করতে হয়। বর্তমানে সরিষা ক্ষেত দেখা ও ছবি তুলতে যাওয়ার জন্য অনেকেই খুঁজছেন ঢাকার কাছাকাছি কোথায় কোথায় দিগন্ত জোড়া সরিষা ক্ষেত আছে? জেনে নিন তেমনই কয়েকটি সরিষা ক্ষেতের খোঁজ। একদিনের ট্যুরেই ঘুরে আসতে পারবেন এসব সরিষা ক্ষেতে। তবে খেয়াল রাখবেন, সরিষা ক্ষেত যেন নষ্ট না হয়।

ডে লং ট্যুরে ঘুরে আসুন ঢাকার আশপাশের সরিষা ক্ষেতেকেরানীগঞ্জ
ঢাকার কাছের সরিষা ক্ষেত দেখতে যেতে পারেন কেরানীগঞ্জ এর রোহিতপুর এলাকায়। ঢাকার বাবুবাজারে বুড়িগঙ্গা সেতু পেরিয়ে সামনে দোহারগামী সড়ক ধরে যেতে হবে রোহিতপুর। গুলিস্তান এলাকা থেকে রোহিতপুরে যাওয়ার লেগুনা সার্ভিস আছে।

এ ছাড়াও কেরানীগঞ্জের আটিবাজারেও সরিষা ক্ষেতের দেখা পেয়ে যাবেন। তবে সরিষা ক্ষেতে গিয়ে ছবি তোলার সময় সতর্ক থাকুন। সরিষা গাছ না মাড়িয়ে ক্ষেতের আইল ধরে হাঁটুন কিংবা ছবি তুলুন। ক্ষেতে নামার আগে অবশ্যই চাষী/মালিকের অনুমতি নিন।

ডে লং ট্যুরে ঘুরে আসুন ঢাকার আশপাশের সরিষা ক্ষেতেমানিকনগর
ঢাকার খুব কাছেই মানিকনগরে দেখা পাবেন সরিষা ফুলের রাজ্যের। ঢাকার হেমায়েতপুর থেকে সিঙ্গাইরের রাস্তা ধরে কিছুদূর গেলে ধলেশ্বরী ব্রিজ। সেটা পেরিয়ে বিন্নাডিঙ্গি বাজার থেকে বামদিকে সড়কে কয়েক কিলোমিটার চললেই মানিকনগর।

হরিরামপুর-ঝিটকা, মানিকগঞ্জ
ঢাকা থেকে কম খরচে একদিনেই ঘুরে আসতে পারবেন সরিষা ফুলের রাজ্য মানিকগঞ্জের হরিরামপুর কিংবা ঝিটকায়। এজন্য একসঙ্গে কয়েকজন মিলে একটি গাড়ি ভাড়া করে নিন। তাহলে বেশ কয়েকটি জায়গাতেও ঘুরতে পারবেন। সরিষা ক্ষেত ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো খুব সকাল কিংবা বিকেল।

ডে লং ট্যুরে ঘুরে আসুন ঢাকার আশপাশের সরিষা ক্ষেতেঢাকার হেমায়েতপুর থেকে সিঙ্গাইরের রাস্তা ধরে কিছুদূর সামনে গেলে ধলেশ্বরী ব্রিজ। সেটি পেরিয়ে বিন্নাডিঙ্গি বাজার থেকে বামদিকের সড়কে আরও সামনে মানিকনগর। সেখানে সড়কের দুইপাশে সরিষা ক্ষেত। সেখান থেকে আরেকটু দূরে গেলে মানিকগঞ্জের হরিরামপুর কিংবা ঝিটকা এলাকায় আছে বিস্তীর্ণ সরিষা ক্ষেত। সেখানে সকাল কিংবা বিকেল যখনই যান না কিন আপনার মন ভরে যাবে।

সোনারগাঁও
ঢাকার কাছাকটি সরিষা ক্ষেত দেখতে যেতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। ঢাকার গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশমুখ থেকে বারদী যাওয়ার বাস ছাড়ে। সেখান থেকেই খুব সহজে যেতে পারবেন সোনারগাঁও।

ডে লং ট্যুরে ঘুরে আসুন ঢাকার আশপাশের সরিষা ক্ষেতেনরসিংদী
নরসিংদীর চান্দের পারায় দেখা মিলবে দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেতের। গুলিস্তান বা মহাখালী থেকে বাসে চড়ে নরসিংদীর নতুন বাস স্টপেজে যেতে হবে। এরপর রিকশা কিংবা অটোবাইকে যাবেন সাটিরপাড়ায় রজনীগন্ধা মোড়ে। সেখান থেকে অটোবাইকে করে চলে যেতে হবে সুইচ গেট বাজার অথবা চান্দের পাড়া।

সরিষা ক্ষেত্রে ছবি তোলার সময় অবশ্যই সতর্ক থাকবেন। যেন ক্ষেত ও ফসল নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। অবশ্যই মালিকের অনুমতি সাপেক্ষে নামবেন ক্ষেতে। এমনকি ক্ষেতের আশপাশে পলিথিন, কাগজ, খাবারের প্যাকেট ইত্যাদি ফেলবেন না।