দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ৬৪৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন। এছাড়া বরিশালে ১০৮ জন, ঢাকার বাইরের ঢাকা বিভাগে ১০২ জন, চট্টগ্রামে ৯৬ জন, রাজশাহীতে ৩৮ জন, খুলনায় ৩৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৫ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন মোট ১৬৭ জন, এর মধ্যে ৮৬ জন পুরুষ ও ৮১ জন নারী। এর আগের দিন, বুধবার, আরও পাঁচজনের মৃত্যু হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।
এনএনবাংলা/
আরও পড়ুন
হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়: নাহিদ
শুক্রবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের সশ্রম কারাদণ্ড