December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 31st, 2022, 7:23 pm

একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত ৬ লাখ ১৬ হাজার ৩১৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বে একদিনে ছয় লাখ ১৬ হাজার ৩১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৭১ লাখ ৭৫ হাজার ৭৭৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৮৯ হাজার ৮৫৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ১৬ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬৯ হাজার ৭৪৮ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ ২১ হাজার ১৬২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৮২৯ জনে।

এদিকে, মালয়েশিয়া সোমবার মধ্যরাত পর্যন্ত এক হাজার ৯৪৬ জন নতুন করোনা সংক্রমণের খবর দিয়েছে, এই নিয়ে মোট আক্রান্তে সংখ্যা ৪৭ লাখ ৭৮ হাজার ১৪০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া আরও আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, মৃতের সংখ্যা ৩৬ ঞাজার ২০৬এ পৌঁছেছে।