অনলাইন ডেস্ক :
বিশ্বের বিভিন্ন অংশে নতুন সংক্রমণ বৃদ্ধির মধ্যে একদিনে বিশ্ব করোনায় আক্রান্তের সংখ্যা চার লাখ ৯৩ হাজার ৪১৬।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৬৩৯ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ১৫ হাজার ৯০০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৩৩১ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭৫ হাজার ৬৫৯ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ ৯০ হাজার ২৮৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ১৩৯ জনে।
আরও পড়ুন
হামলার আগে গাজার অধিবাসীদের শহর ছাড়তে বললো ইসরায়েল
ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের, হাসপাতালে ৩৬৪ জন
প্রতিরক্ষা বিভাগের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের