অনলাইন ডেস্ক :
২৪ ঘণ্টায় বিশ্ব করোনায় এক হাজার ১৬১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ৫২ হাজার ছাড়াল। আগের দিন সোমবার মৃতের সংখ্যা ছিল ৬৩ লাখ ৫০ হাজার ৮৬৪ জন।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ২৯৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৫২ হাজার ২৫ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৮৯ লাখ ১০ হাজার ১৪০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪১ হাজার ২৭ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৪ লাখ ২০ হাজার ৬০৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২০ জনে।

আরও পড়ুন
বিশ্বে প্রথমবার ১ ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন ব্রাজিলে
দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
২৩ বছর পর দেশে ফিরছেন অভি, বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন