Tuesday, August 9th, 2022, 12:59 pm

একদিনে বিশ্বে করোনায় মৃত্যু ২ হাজার ৩০২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে ২৪ ঘণ্টায় করোনায় দুই হাজার ৩০২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬৪ লাখ ৩৮ হাজার ছাড়াল। আগের দিন সোমবার মৃতের সংখ্যা ছিল ৬৪ লাখ ৩৬ হাজার ৪৯২ জন।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি তিন লাখ ৬৬ হাজার ১৯৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৪০ লাখ ২৪ হাজার ৯২৫ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৫৯ হাজার ২১০ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪১ লাখ ৬১ হাজার ৮৯৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৭৩০ জনে।

নিউজিল্যান্ডে করোনায় পাঁচ হাজার ৯৩৯ জন আক্রান্ত এবং ১৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, মঙ্গলবার দেশেটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে।