অনলাইন ডেস্ক :
একই দিনে মুক্তি পাচ্ছে বলিউডের দুই সুপারস্টার আমির খান ও অক্ষয় কুমারের সিনেমা ‘লাল সিং চাড্ডা’ ও ‘রক্ষাবন্ধন’। দুই তারকারই শেষ ছবি বক্স অফিসে ব্যর্থ। তাই এই ছবি দুটোর দিকে নজর সবারই। ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে আমিরের ‘লাল সিং চাড্ডা’ ও অক্ষয় কুমারের ‘রক্ষাবন্ধন’। দুটি ছবিরই আগাম টিকেট বিক্রি শুরু হয়ে গেছে। টিকিটের আগাম বুকিং-এর দিক থেকে এগিয়ে আছে ‘লাল সিং চাড্ডা’। প্রথম রাতেই প্রায় ৮ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে ‘লাল সিং চাড্ডার’। অন্যদিকে কিছুটা পিছিয়ে রয়েছে অক্ষয়ের রক্ষাবন্ধন। প্রায় ৩ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। তবে এখনই ধারণা করা যাচ্ছে না কোন ছবি বেশি ব্যবসা করতে যাচ্ছে। ছবি মুক্তি পেলেই সেটা বোঝা যাবে। আমিরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘থাগস অফ হিন্দুস্তান’। ছবিটি প্রত্যাশার তুলনায় একেবারেই কম ব্যবসা করেছে। অন্যদিকে অক্ষয়ের সর্বশেষ দুটি ছবি ‘বচ্চন পান্ডে’ এবং ‘স¤্রাট পৃথ্বীরাজ’। দুটি ছবিই ফ্লপ। করোনার পরে বলিউডের ছবির চাইতে ভালো ব্যবসা করছে দক্ষিণের ছবিগুলো। দুই তারকার বড় বাজেটের দুই ছবি মুক্তি নিয়ে তাই আশায় আছে বলিউড ইন্ডাস্ট্রি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান