সাভারের আশুলিয়ায় একসময়ের টিভি নাটকের অভিনেতা এ আর মন্টুর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে গাজীরচট এলাকার মাটির মসজিদ সংলগ্ন ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মন্টুর ছেলে মেহেদী হাসান মিঠুনসহ চারজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আটকরা হলেন— মেহেদী হাসান মিঠুন, মোজাম্মেল ভূঁইয়া, জাহিদুল আলম এবং মাসুমা আক্তার রিয়া নামে এক তরুণী।
স্থানীয়দের ভাষ্যমতে, রাতের বেলা কয়েক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই যৌথবাহিনী দ্রুত মন্টুর বাড়ি ঘিরে ফেলে এবং দীর্ঘ সময় তল্লাশি চালায়।
একই রাতে আশুলিয়ার কামরাইল এলাকায় আরেকটি পৃথক অভিযানে বিদেশি পিস্তলসহ আরও তিন যুবককে আটক করা হয়।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মোট সাতজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এ আর মন্টু একসময় টিভি নাটকে অভিনয় করলেও সাম্প্রতিক বছরগুলোতে ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় আলোচনায় ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তার পরিবারের সঙ্গে এলাকাবাসীর বিরোধও দীর্ঘদিনের।
এনএনবাংলা/

 
                
আরও পড়ুন
হাসিনার ‘কোটিপতি পিয়ন’ জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকা পাচারের মামলা
চলন্ত বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেপ্তার
নিউইয়র্কে রেকর্ড বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, বন্যায় নিহত ২