বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেকেই আজ একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ১৯৭১ সালে স্বাধীন না হলে আমরা নতুন রাষ্ট্র গঠনের চিন্তা করতে পারতাম না। স্বাধীন বলেই আজ বাংলাদেশের মানুষের অধিকার ও অবস্থার পরিবর্তনের আন্দোলনে আমরা অংশ নিতে পারছি। দেশের জনগণের মধ্যেই আছে সমস্ত ষড়যন্ত্র পরাজিত করার শক্তি।’
রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে কয়েকটি দল পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছে। এদেশের মানুষ পিআর গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছুই জনগণ মেনে নেয় না। জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়, এবং তারা পরীক্ষিত দলকেই বেছে নেবে।’
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি প্রথমদিকে তত্ত্বাবধায়ক সরকার চায়নি। কিন্তু জনগণের দাবির মুখে এক রাতে সেই বিল পাস করেছিল। এরপরও আজও বিএনপিকেই দোষারোপ করা হয়।’
তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। আজ তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও স্বনির্ভরতার পথে এগিয়ে যাবে।র
বিএনপি মহাসচিব বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন এবং ‘আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস’ সংযোজন করেছিলেন। এখন কিছু দল এসব ইতিহাস বিকৃত করে বিএনপিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।”
ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দলটির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।
সভায় আরও বক্তব্য দেন জাগপার খন্দকার লুফুর রহমান, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী পার্টির সৈয়দ নুরুল ইসলাম ও বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদিকী। উল্লেখ্য, সাইফুদ্দিন আহমেদ মনি ২০২৩ সালের ১২ অক্টোবর মারা যান।
এনএনবাংলা/
আরও পড়ুন
বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার রাখা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
টোল আদায়ে অনিয়মে হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা