August 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 24th, 2025, 3:59 pm

একাত্তরের অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

 

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ১৯৭১ সালের ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে বলে মন্তব্য করেছেন, ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইসহাক দার বলেন, ‘অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টির নিস্পত্তি হয়েছে। আর ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে এবং খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ এ, আরেকবার ২০০০ এর শুরুতে।’

৭১ ইস্যুতে পাকিস্তানের বক্তব্যে একমত নয় বাংলাদেশ, বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

এদিকে, ৭১-এ মুক্তিযুদ্ধের ইস্যু ১৯৭৪ সাল ও পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট থাকা অবস্থায় মীমাংসা হয়ে গেছে’-পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের এমন বক্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

আজ রোববার (২৪ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘আমরা চাই এখানে যে গণহত্যা হয়েছে এজন্য পাকিস্তান দুঃখপ্রকাশ করুক, মাফ চাক। আটকে পড়া মানুষদের যেন ফেরত নেয়।’

এনএনবাংলা/