অনলাইন ডেস্ক :
একা বিমান চালিয়ে বিশ্ব ভ্রমণ করা সবচেয়ে কম বয়সী ব্যক্তি হলো ১৭ বছর বয়সী কিশোর ম্যাক রাদারফোর্ড। ৫২টি দেশজুড়ে পাঁচ মাস ভ্রমণের পর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণ করেছে ম্যাক। সেখান থেকেই যাত্রা শুরু করেছিল সে। পথে ম্যাক সুদানে বালির ঝড়ের মুখোমুখি হয়েছে, রাত কাটিয়েছে, জনবসতিহীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে। তার বড় বোন জারা বিশ্বের সর্বকনিষ্ঠ নারী হিসেবে একা একা উড়ে বিশ্ব ভ্রমণ করেছে। জারা এই বছরেরই জানুয়ারিতে নিজের যাত্রা শেষ করেন। তিনি ম্যাককে অভিবাদন জানাতে সোফিয়া রওনা হওয়ার সময় বলেন, ‘ভ্রমণের বিষয়ে ছোট ভাইকে পরামর্শ দিয়েছিলেন। ব্রিটিশ বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করা ম্যাক বেলজিয়ামে বেড়ে উঠেছে। তার পরিবারে বিমান চালানোর ঐতিহ্য রয়েছে। ‘সবচেয়ে কম বয়সে একা বিমান চালিয়ে বিশ্বভ্রমণের আগের রেকর্ডধারী ছিলেন ব্রিটিশ পাইলট ট্র্যাভিস লুডলো। গত বছর যাত্রা শেষ করার সময় তার বয়স ছিল ১৮ বছর ১৫০ দিন। এই সফরে ম্যাক ইউরোপ, এশিয়া, আফ্রিকা, যুক্তরাষ্ট্রে গিয়েছে। সে দুটি মহাসাগর পাড়ি দিয়েছে। ভারতে গিয়ে অপ্রত্যাশিতভাবে বিমানবন্দর বন্ধের মুখেও পড়েছে। সূত্র: বিবিসি
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক
রাজধানীর কাছে বেড়াতে পারেন যেসব জায়গায়
ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে