December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 9th, 2021, 8:12 pm

একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তফার মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র আলোকচিত্রী গোলাম মোস্তফা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছাত্র ও একাত্তর টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পারসন মো. শামসুল হুদা। তিনি জানান, শিল্পী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সকাল ১০টার দিকে তিনি তার রাজধানীর ইস্কাটনের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। জুমার নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে। আলোকচিত্রী গোলাম মোস্তফা বাংলাদেশ টেলিভিশনে ডাইরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কর্মরত ছিলেন। তিনি একমাত্র বাংলাদেশি ও বাঙালি ক্যামেরা পারসন হিসেবে ১৯৬৩ সালে ডিআইটি ভবনে অবস্থিত তদানীন্তন পূর্ব পাকিস্তান টেলিভিশনের যোগ দিয়েছিলেন। এছাড়া চিত্রশিল্পী হিসেবে আলোকচিত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন।