অনলাইন ডেস্ক :
একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র আলোকচিত্রী গোলাম মোস্তফা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছাত্র ও একাত্তর টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পারসন মো. শামসুল হুদা। তিনি জানান, শিল্পী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সকাল ১০টার দিকে তিনি তার রাজধানীর ইস্কাটনের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। জুমার নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে। আলোকচিত্রী গোলাম মোস্তফা বাংলাদেশ টেলিভিশনে ডাইরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কর্মরত ছিলেন। তিনি একমাত্র বাংলাদেশি ও বাঙালি ক্যামেরা পারসন হিসেবে ১৯৬৩ সালে ডিআইটি ভবনে অবস্থিত তদানীন্তন পূর্ব পাকিস্তান টেলিভিশনের যোগ দিয়েছিলেন। এছাড়া চিত্রশিল্পী হিসেবে আলোকচিত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন।
আরও পড়ুন
ভিক্ষাবৃত্তি আর ক্ষমতার চোরাগলির নিষ্ঠুর বাস্তবতা নিয়ে লেখা হয়েছে—‘মৃত্যু কখনো কখনো জরুরি হয়’
মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’ বইয়ের প্রি-অর্ডার শুরু
মনি কিশোরের মৃত্যু: গতকাল যা ঘটেছিল রামপুরার পপি ভবনে