January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 19th, 2022, 7:33 pm

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নতুন গানে আসিফ

অনলাইন ডেস্ক :

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নতুন গান প্রকাশ করলেন আসিফ আকবর। উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ কবির সুমনের কথা ও সুরে ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটির ভিডিওচিত্র ১৯ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে। আর্ব এন্টারটেনমেন্টের প্রযোজনায় আসিফ নামের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এ প্রসঙ্গে কবির সুমন বলেন, ‘আমার জীবন সায়াহ্নে আসিফ আকবর আমায় আমার উপযুক্ত সম্মান দিয়ে আমার লেখা, সুর করা গান চেয়ে নিয়েছেন। মাঝে মাঝেই তাকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে জানিয়েছি কিরকম গায়কী আমার চাই। অ্যারেঞ্জমেন্টের আইডিয়াও দিয়েছি কয়েকবার। আসিফ গাইবেন বলেই গান লিখেছি, সুর করেছি আমি। তার মতো বড় গলায় উপযুক্ত উচ্চারণে ও সুরে-ছন্দে আধুনিক বাংলা গান এই উপমহাদেশে আর কেউ গাইতে পারেন বলে আমি মনে করি না।’ আসিফ আকবর বলেন, ‘কবির সুমনের মতো এত বড় মাপের সংগীতজ্ঞ আমার জন্য গান তৈরি করছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমার গায়কীর প্রতি তার আস্থা দেখে গান করার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এবার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তিনি যে গানটি আমার জন্য লিখে ও সুর করে পাঠিয়েছেন, বরাবরের মতোই যথাযথভাবে তা গাওয়ার চেষ্টা করেছি।’ উল্লেখ্য, কবির সুমনের কথা-সুরে এর আগে পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।