December 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 2nd, 2025, 6:52 pm

এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পণ্যবাহী ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল।”

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস বলেন, “হঠাৎ বিকট শব্দে দেখি যাত্রীবাহী বাসটি ট্রাকের মধ্যে ঢুকে যায়। বিশেষ করে বাসের সামনের সিটের যাত্রীরা বেশি হতাহত হয়েছেন।”

ঘটনার পর শিবচর হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

এনএনবাংলা/