January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 8th, 2023, 10:24 am

এক্স ক্যাডেট এসোসিয়েশন রংপুর ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন, রংপুর ইউনিটের মাসিক সভা গত শুক্রবার বিকেলে স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। উক্ত মাসিক সভায় সভাপতিত্ব করেন রংপুর ইউনিটের সভাপতি ও কারমাইকেল কলেজ বিএনসিসি ইউনিটের সর্বপ্রথম ক্যাডেট আন্ডার অফিসার মো: রকিবুস সুলতান মানিক।
উক্ত মাসিক সভায় রংপুর ইউনিটের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ইউনিটের সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, সহ-সভাপতি মো: তানভীর হোসেন আশরাফী , সাবেক সভাপতি মো: আব্দুল হালিম মন্ডল,প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু,অর্থ সম্পাদক আহসানুর রহমান,কযর্ নির্বাহী সদস্য মাহবুবুল হক প্রিন্স, মাহফুজ আলম,এক্স ক্যাডেট মোসাদ্দেক হোসেন আব্দুল মুকিত , মো: নাহিদুল কবির প্রমূখ।
সভায় প্রত্যেক সদস্যদের মাঝে ২০২৩ সালে ক্যালেন্ডার বিতরণ করা হয় । সকলের সন্মতিতে কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মর্ধ্যে শতার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং রি-ইউনিয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় । সভায় এক্স ক্যাডেট এসোসিয়েশন রংপুর ইউনিট গতিশীল করার লক্ষ্যে আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।