December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 5th, 2024, 7:17 pm

এক ইনিংসে ৩৭ ছক্কায় ৩৪৯ রান, টি-টুয়েন্টিতে বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক:
গেল অক্টোবরে ২০২৭ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি বটেই, স্বীকৃত টি-টুয়েন্টিতেও তা ছিল এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। জিম্বাবুয়ের সেই রেকর্ড টিকেনি দেড় মাসও।

আজ বৃহস্পতিবার জিম্বাবুয়ের সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে বরোদা। ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৯ রান তুলেছে দলটি। এই ম্যাচে বরোদার হয়ে খেলেননি হার্দিক পান্ডিয়া। এমনকি ব্যাট করার সুযোগ পাননি অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও।

দেশটির ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টির ইতিহাসে আগে কখনো ৩০০ রানও হয়নি। সর্বোচ্চ ইনিংসটি ছিল পাঞ্জাবের ৬ উইকেটে ২৭৫ রানের।

ইন্দোরে বিধ্বংসী ইনিংস খেলে জিম্বাবুয়ের ছক্কা হাঁকানোর রেকর্ডটিও ভেঙে দিয়েছে বরোদা। গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করতে ২৭টি ছক্কা হাঁকিয়েছিল জিম্বাবুয়ে। আজ বরোদার ব্যাটাররা হাঁকিয়েছেন ৩৭টি ছক্কা।

শুরুতে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে মাত্র ৫ ওভারে ৯২ রান তোলেন শাশাত রাওয়াত ও অভিমান্য সিং। শাশাত করেন ১৬ বলে ৪৩ রান। ১৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেন অভিমান্য।

এরপর সিকিমের বোলারদের উপর তাণ্ডবলীলা চালান ভানু পানিয়া, শিবালিক শর্মা ও বিষ্ণু সোলাঙ্কি। ৫১ বলে ১৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন পানিয়া। হাঁকান ১৫টি ছক্কা। শিবালিক ১৭ বলে ৫৫ (৬ ছক্কা) ও সোলাঙ্কি খেলেন ১৬ বলে ৫০ রানের (৬ ছক্কা) বিধ্বংসী ইনিংস।

জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৮৬ রান তুলতে পারে সিকিম। এতে ২৬৩ রানের জয় পায় বরোদা। স্বীকৃত টি-টুয়েন্টিতে রানের হিসেবে চতুর্থ সবচেয়ে বড় জয়।