January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 4th, 2024, 8:10 pm

এক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও মেট্রোরেল চলাচল শুরু হ‌য়ে‌ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ২টা ৪৫ মিনিটের দিকে বন্ধ হ‌য়ে যায় চলন্ত ট্রেন। পরে মেট্রোরেল মেরামত কাজ শেষে বিকাল ৪টা ১০ মিনিটে চলাচল শুরু করতে সক্ষম হয়।

মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা ও মেট্রোরেলের উপ-প্রকল্প পরিচালক নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, বেলা পৌনে ৩টার দিকে মিরপুর ১১ নম্বর স্টেশনের সিগন্যাল শাখায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তারপর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

তিনি আরও জানান, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেট্রোরেল মেরামত কাজ শেষে বিকাল ৪টা ১০ মিনিটে মেট্রোরেল চলাচল শুরু করতে সক্ষম হয়।

এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবীর বলেন, স্টেশনে লোকজনকে অপেক্ষা করতে দেখা গেছে।

মেট্রোরেলের যাত্রী আহসান হাবিব নোবেল ট্রাফিক অ্যালার্ট গ্রুপের একটি পোস্টে বলেন, তিনি মেট্রোরেলের পল্লবী স্টেশনে এসেছিলেন কিন্তু হঠাৎ করে আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ হয়ে যায় এবং স্টেশন থেকে একটি ট্রেন চলাচল করছিল না।

এদিকে মিরপুর ১১ নম্বর স্টেশনে কিছু যাত্রীকে আগে কেনা টিকিট ফেরত দিয়ে স্টেশন থেকে বের হতে দেখা গেছে।

এর আগে সকালে উত্তরা স্টেশনে মেট্রোরেল কর্তৃপক্ষকে যাত্রীদের প্রচণ্ড চাপের কারণে স্টেশনের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে রাখতে দেখা গেছে।

এদিন আখেরি মোনাজাত শেষে মেট্রোরেল স্টেশনে ইজতেমার মুসল্লিদের ভিড় লক্ষ্য করা যায়।

সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় স্টেশনের গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

—-ইউএনবি